ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিএনসিসি মেয়র কাপের ট্রফি ও জার্সি উন্মোচন

প্রকাশিত: ০১:২২, ১৭ অক্টোবর ২০২১

ডিএনসিসি মেয়র কাপের ট্রফি ও জার্সি উন্মোচন

স্পোর্টস রিপোর্টার ॥ মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৩ নবেম্বর শুরু হতে যাচ্ছে সাইফ পাওয়ারটেক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র কাপ, পাওয়ার্ড বাই রানার ও আকাশ এবং কো-পাওয়ার্ড বাই দারাজ। শনিবার জমকালো আয়োজনে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়াও ছিলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ফুটবল, ক্রিকেট ও ভলিবল তিনটি ডিসিপ্লিনে হবে এবারের মেয়র কাপ। উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের দল অংশ নেবে এই আসরে। উত্তর সিটির যেকোন নাগরিক নিজ নিজ ওয়ার্ডের দলের হয়ে অংশ নিতে পারবেন। ৫৪ কমিশনার এবং ১৮ নারী কমিশনারের তত্ত্বাবধানে গঠিত হবে তিনটি ইভেন্টের দলগুলো।
×