ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় যুবলীগের ৪ ইউনিয়ন কমিটি বিলুপ্ত

প্রকাশিত: ০০:১১, ৭ অক্টোবর ২০২১

কুমিল্লায় যুবলীগের ৪ ইউনিয়ন কমিটি বিলুপ্ত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ॥ যুবলীগের গঠনতন্ত্র পরিপন্থী ও শৃঙ্খলা ভঙ্গ করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চারটি ইউনিয়নে আওয়ামী যুবলীগের কমিটি গঠন-অনুমোদন করে কেন্দ্রের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগের আহŸায়ক শাহ জালাল মজুমদার। একই কারণে যুবলীগের চারটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ইউনিয়নগুলো হচ্ছে চৌদ্দগ্রামের মুন্সীরহাট, গুনবতী, বাতিসা ও কনকাপৈত ইউনিয়ন। জানা গেছে, যুবলীগের গঠনতন্ত্র ও শৃঙ্খলা অনুসরণ না করে ঢাকায় বসে চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক উপজেলা যুবলীগের সভাপতির সিল ব্যবহার করে এককভাবে মুন্সীরহাট, গুনবতী, বাতিসা ও কনকাপৈতসহ চারটি ইউনিয়নে আওয়ামী যুবলীগের কমিটি গঠন ও অনুমোদন দেয়া হয়। বিষয়টি কেন্দ্রের নজরে আসলে এ নিয়ে তোলপাড় শুরু হয়। এ নিয়ে দলের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের ঢাকার বনানী অফিসে মঙ্গলবার সন্ধ্যায় দলের প্রেসিডিয়াম মেম্বার শেখ নাঈম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপলসহ নেতৃবৃন্দ ও চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক, তিনজন যুগ্ম- আহ্বায়কের উপস্থিতিতে দীর্ঘ শুনানি হয়। পরে চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক এসব কমিটি অনুমোদনের জন্য লিখিতভাবে কেন্দ্রের নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের ভুল হবে না বলে কেন্দ্রকে আশ্বস্ত করেন। এ সময় যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, মোঃ জানে আলম ভুঁইয়া, সৈয়দ আহমেদ ভুঁইয়া খোকন ও আহŸায়ক শাহ জালাল মজুমদারের স্বাক্ষরে উক্ত ইউনিয়নগুলোর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
×