ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা জীবন্ত কিংবদন্তি ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২৩:৩০, ২৮ সেপ্টেম্বর ২০২১

শেখ হাসিনা জীবন্ত কিংবদন্তি ॥ তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংগ্রামী উপাখ্যানের নাম, এক জীবন্ত কিংবদন্তি। তার নেতৃত্বেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং অর্থনৈতিক মুক্তি ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে আমরা বহুদূর এগিয়ে গেছি। তার নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন বিশ্বের কাছে মর্যাদাপূর্ণ একটি রাষ্ট্র। সোমবার দুপুরে সচিবালয়ে পিআইডি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে তথ্য অধিদফতর সঙ্কলিত ‘আলোকচিত্র এ্যালবামের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন। ক্রীড়ামোদী প্রধানমন্ত্রীর কারণেই ক্রীড়ায় অনন্য সাফল্য ॥ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ক্রীড়ামোদী প্রধানমন্ত্রীর কারণেই বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশ: উৎকর্ষের এক দশক আলোকচিত্র প্রদর্শনী’ ও ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার দাবা টুর্নামেন্ট’ আয়োজন দুটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। আয়োজক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শরাফতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। ভারতের আন্তর্জাতিক মাস্টার সংকল্প গুপ্ত টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। ভারতের আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ, আরণ্যক ঘোষ, সায়ন্তন দাশ এবং বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান যথাক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম স্থান অর্জন করেন। তথ্যমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রী দাবাড়ুদের হাতে পুরস্কার তুলে দেন।
×