ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেড় বছর পর খুলল ঢাবি গ্রন্থাগার

প্রকাশিত: ২১:৩১, ২৭ সেপ্টেম্বর ২০২১

দেড় বছর পর খুলল ঢাবি গ্রন্থাগার

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ দীর্ঘ দেড় বছর পর মাস্টার্স ও স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগার সীমিত আকারে খুলে দেয়া হয়েছে। অন্তত এক ডোজ কোভিড টিকা নেয়ার শর্তে শিক্ষার্থীদের গ্রন্থাগারে প্রবেশ করতে দেয়া হয়েছে। আবাসিক হল বন্ধ থাকায় শিক্ষার্থী সংখ্যা ছিল কম। তবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন বন্ধ থাকায় এবং বাইরে থেকে বই প্রবেশ করার সুযোগ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। রবিবার সকাল ১০টা থেকে কোভিড-১৯ টিকা কার্ড, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখানোর পর শিক্ষার্থীদের গ্রন্থাগারে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তাদের তাপমাত্রা মেপে হাত স্যানিটাইজ করিয়েছে গ্রন্থাগার কর্তৃপক্ষ। এর আগে ফটকের বাইরে সামাজিক দূরত্ব বজায় রাখতে গোল দাগ দিয়ে শিক্ষার্থীদের দাঁড়ানোর স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। গ্রন্থাগারে প্রবেশের সময় কোন শিক্ষার্থীকে বাইরে থেকে বই ও ব্যাগ নেয়ার সুযোগ দেয়া হয়নি। শুধু সেখানকার রেফারেন্স বই ব্যবহার করতে পারছেন তারা। এদিকে করোনাকালে গ্রন্থাগার বন্ধ হয়ে যাওয়ার অনেক চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী বিজ্ঞান গ্রন্থাগারের বারান্দায় পড়ালেখা করেছেন। গ্রন্থাগার খোলার পর মাস্টার্স ও স্নাতক চতুর্থ বর্ষের বাইরেও অনেক অনিয়মিত ও সাবেক শিক্ষার্থী গ্রন্থাগারে প্রবেশ করে। এ সময় কর্তৃপক্ষ বাধা দিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী ও প্রধান গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মোঃ নাসির উদ্দিন মুন্সী বিজ্ঞান গ্রন্থাগারে গিয়ে সবাইকে করোনাকালীন বিশ্ববিদ্যালয়ের শর্ত মেনে চলার অনুরোধ জানান। দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত দিয়েছি সেটা শিক্ষার্থীরা অনুসরণ এবং দায়িত্বশীল আচরণ করেছে। তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের দিয়েই জাতি গঠন হবে। এ সময় তিনি স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়ার প্রক্রিয়ায় সকলের সহযোগিতা কামনা করেছেন।
×