ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র ইসরাইলের ভবিষ্যত নিশ্চিতের উপায় ॥বাইডেন

প্রকাশিত: ২৩:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০২১

সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র ইসরাইলের ভবিষ্যত নিশ্চিতের উপায় ॥বাইডেন

জনকণ্ঠ ডেস্ক ॥ একটি সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র ইসরাইলের ভবিষ্যত নিশ্চিতের সবচেয়ে ভালো উপায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর ওয়েবসাইটের। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, আমাদের মধ্যপ্রাচ্যের সব মানুষের শান্তি ও নিরাপত্তার উপায় খুঁজতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, আমি বিশ্বাস করি ইহুদি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ইসরাইল এবং একটি কার্যকর, সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিনে পাশাপাশি শান্তিতে বসবাসের জন্য দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান সর্বোত্তম উপায়। তিনি বলেন, কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য থেকে বহুদূরে রয়েছি। তবে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। হামাসের জনপ্রিয়তা তুঙ্গে ॥ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জনপ্রিয়তা বেড়েছে। অন্যদিকে অঞ্চলটির ৮০ শতাংশ মানুষ ফিলিস্তিনী কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ চেয়েছেন। ফিলিস্তন সেন্টার ফর পলিসি এ্যান্ড সার্ভের এক নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সরকারের পুলিশ কাস্টডিতে সম্প্রতি একজন এ্যাকটিভিস্ট নিহত হন। এছাড়া ফিলিস্তিনের মানুষ প্রতিবাদ করলে তাদের ওপর নিরাপত্তা বাহিনী দমন-পীড়ন করে। এসব কারণে আব্বাস প্রশাসনের ওপর মানুষের ক্ষোভ বেড়েছে।
×