ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হারতে হারতে জয় রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ২৩:৫৮, ২১ সেপ্টেম্বর ২০২১

হারতে হারতে জয় রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ ড্র দূরে থাক, হারের শঙ্কায় পড়েছিল। কিন্তু ম্যাচের শেষ পাঁচ মিনিটে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে অসাধারণ জয় তুলে নিয়েছে গ্যালাক্টিকোরা। রবিবার রাতে স্প্যানিশ লা লিগার এ্যাওয়ে ম্যাচে ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র ও ফরাসী তারকা করিম বেঞ্জামার লক্ষ্যভেদে স্বাগতিক ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে সফরকারী রিয়াল মাদ্রিদ। এর আগে ম্যাচের ৬৬ মিনিটে ফরোয়ার্ড হুগো ডুরোর গোলে এগিয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়া। মেস্টালা স্টেডিয়ামে দুর্দান্ত এই জয়ে পাঁচ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে আবারও তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল। ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে ভ্যালেন্সিয়া। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে চারে অবস্থান করছে রিয়াল সোসিয়েডাড। ঘরের মাঠে সেভিয়ার সাথে গোলশূন্য ড্র করেছে সোসিয়েডাড। নতুন কোচ জোশে বোরডালাসের অধীনে এবারের মৌসুমের শুরুটা প্রত্যাশিত করেছিল ভ্যালেন্সিয়া। রিয়ালের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই অধিনায়ক জোশে গায়ার ইনজুরির কারণে মাঠের বাইরে গেলে হোঁচট খায় লড়াকু এই দলটি। গত মৌসুমে রিয়ালের বিরুদ্ধে হ্যাটট্রিক করা মিডফিল্ডার কার্লোস সোলার ১৫ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়লে আরও বিপাকে পড়ে স্বাগতিকরা।
×