ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আত্মবিশ্বাসী নারী ক্রিকেট দল

প্রকাশিত: ২৩:৫৮, ২১ সেপ্টেম্বর ২০২১

আত্মবিশ্বাসী নারী ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী নবেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুইয়ে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ ২১ নবেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ১০ দলের অংশগ্রহণে এই জিম্বাবুইয়েতেই হবে ২০২২ নারী বিশ্বকাপের বাছাই পর্ব। নারী দলের অন্যতম সদস্য রুমানা আহমেদ বলেন, ‘এর আগে আমরা জিম্বাবুইয়ের মাটিতে খেলিনি, তাই তাদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা। যা বিশ্বকাপ বাছাইপর্বে আমাদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে।’ বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ইতোমধ্যে ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ থেকে মিরপুরে ফিটনেস টেস্ট শুরু হওয়ার কথা। ২৬ তারিখ করোনা টেস্টের পর ২৭ সেপ্টেম্বর সিলেটের উদ্দেশে রওয়ান হবেন খেলোয়াড়রা। সিলেটে ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ক্যাম্প চলবে। সেখানে সালমা-রুমানারা নিজদের মধ্যে ভাগ হয়ে পাঁচটি পঞ্চাশ ওভারের প্রস্তুতি ম্যাচও খেলবেন। নারী ক্রিকেট দল : মুর্শিদা খাতুন, শামীমা সুলতানা, নিগার সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মন্ডল, সুরাইয়া আজমিন, নুজহাত তাসনিয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, সুবর্ণ মোস্তারি, খাদিজা-তুল কুবরা, শারমিন আক্তার, পূজা চক্রবর্তী ও দিশা বিশ্বাস।
×