ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে করোনা ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ১৩:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০২১

রাজশাহীতে করোনা ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে তারা মারা যান। এদের মধ্যে করোনা পজেটিভ ছিলেন দুইজন। তারা রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়াও করোনার উপসর্গ নিয়ে রাজশাহী, নাটোর ও নওগাঁর একজন করে মারা গেছেন বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে দুজন এবং করোনার উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। এদের মধ্যে দুজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ৩, ১৭ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।এদিকে, ২৪০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১১৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১২২। বর্তমানে রাজশাহীর ৪৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ২০ জন, নাটোরের ১৩ জন, নওগাঁর ১৩ জন, পাবনার ১০ জন, কুষ্টিয়ার পাঁচজন, চুয়াডাঙ্গার দুজন, জয়পুরহাটের একজন এবং সিরাজগঞ্জের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৪ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২৩ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৮ জন। এর আগে বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৬ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২১২ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৫ দশমিক ৫ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৩ দশমিক ২০ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে। প্রসঙ্গত, চলতি সেপ্টেম্বরের এই ১৬ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১০৪ জন। এর মধ্যে করোনায় ৩৬ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৬০ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ৭ জনের মৃত্যু হয়। এর আগে গত আগস্ট মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৭৪ জন। এর মধ্যে করোনায় ১৫৪ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১৮৬ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ৩৪ জনের মৃত্যু হয়।
×