ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহামারীর মতো দুর্নীতি রোধেও এগিয়ে আসার আহ্বান এমপি বাদশার

প্রকাশিত: ২২:১৯, ১৬ সেপ্টেম্বর ২০২১

মহামারীর মতো দুর্নীতি রোধেও এগিয়ে আসার আহ্বান এমপি বাদশার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ করোনা মহামারীর মতো দুর্নীতি মোকাবেলার জন্য রাজশাহীতে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন জামিল ব্রিগেডের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী সদর আসনের এমপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। করোনার ভারতীয় ধরনে যখন টালমাটাল রাজশাহী, তখন মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শহীদ জামিল ব্রিগেড’ বলে উল্লেখ করেন তিনি। সংগঠনটির সেবাদানের ১০০তম দিন উপলক্ষে বুধবার নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে আয়োজিত ‘ব্রিগেড সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাদশা এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু। জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিষ প্রমানিক দেবুর পরিচালনায় বক্তব্য দেন- শহীদ রাসেল ব্রিগেড, ঢাকার প্রধান সমন্বয়ক সাদাকাত হোসেন বাবুল, নাট্যকার অধ্যাপক মলয় ভৌমিক, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক ও জামিল ফাউন্ডেশনের সভাপতি আরিফুল হক কুমার। আরও উপস্থিত ছিলেন নারী মুক্তি সংসদের জেলার সভাপতি অধ্যাপিকা তসলিমা খাতুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামার উল্লাহ সরকার কামাল, সাবেক ছাত্রনেতা সালাউদ্দীন জেমস, শহীদ জামিল ব্রিগেডের জেলা মনিটরিং কমিটির সমন্বয়ক আশরাফুল হক তোতা, মনিটরিং সেলের সদস্য আবু সাঈদ, আবদুল মতিন, নাজমুল করিম অপু, মনিরুদ্দীন পান্না, কামরুল হাসান সুমন, নগরীর মতিহার থানার সমন্বয়ক আলমগীর হোসেন প্রমুখ।
×