ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে হাসপাতালে শিশু রোগী বৃদ্ধি ॥ বিপাকে চিকিৎসক

প্রকাশিত: ২২:১৬, ১৬ সেপ্টেম্বর ২০২১

বাগেরহাটে হাসপাতালে শিশু রোগী বৃদ্ধি ॥ বিপাকে চিকিৎসক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের হাসপাতালে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুরোগীর সংখ্যা। গেল ৩০ দিনে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ছয় হাজারের অধিক শিশু বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। একদিকে চিকিৎসক সঙ্কট, অন্যদিকে শয্যার দ্বিগুণের বেশি রোগী। ফলে চিকিৎসকরা বিপাকে পড়েছেন। জেলার বিভিন্ন এলাকা থেকে অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে আসছেন চিকিৎসার জন্য। শয্যা সঙ্কটে হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছে অনেক রোগী। ৭ মাসের সন্তান সিয়ামকে নিয়ে কচুয়া উপজেলা থেকে হাসপাতালে এসেছেন ফাতেমা বেগম। তিনি বলেন, ৫ দিন আগে আমার ছেলের খুব কাশি হয়। পরে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে তাকে খাওয়াই। তাতে সে ভাল হয়নি। বাগেরহাট সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডাঃ শিহান মাহমুদ বলেন, এখন হাসপাতালে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা বেশ বেড়েছে। বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মিরাজুল করীম বলেন, কিছুদিন ধরে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেড়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত রোগী হওয়ায় চিকিৎসাসেবা দিতে বেগ পেতে হচ্ছে।
×