ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

মুন্সীগঞ্জে আগুনে ৪৬ পরিবার গৃহহারা

প্রকাশিত: ২১:৫৮, ৫ আগস্ট ২০২১

মুন্সীগঞ্জে আগুনে ৪৬ পরিবার গৃহহারা

জনকণ্ঠ ডেস্ক ॥ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হাড়িদিয়া গ্রামের একটি বস্তি পুড়ে যাওয়ায় ৪৬ পরিবার গৃহহারা হয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এম হোসেন কটন এ্যান্ড স্পিনিং মিলের ইউনাইটেড লেদারের কেমিক্যালের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে ৩টি দোকান। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হাড়িদিয়া গ্রামের একটি বস্তি পুড়ে গেছে। এতে ৪৬ পরিবার এখন গৃহহারা। মঙ্গলবার গভীর রাতের এই আগুন দরিদ্র পরিবারগুলোকে একরকম নিঃস্ব করেছে। শ্রীনগরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই গ্রামবাসীর আধাঘণ্টা চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে পরে ফায়ার সার্ভিসের আরও আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিভে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন করির জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারী সাহায্যের আওতায় আনা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি জানান, পরিবারগুলোকে খাদ্য সাহায়তা ছাড়াও টিন দেয়ার জন্য প্রশাসনকে বলা হয়েছে। বস্তিঘরের মালিক জহির দেওয়ান দাবি করেন- পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ মনির দেওয়ান, খোকন মুন্সী, লিটন ঢালী, শরীফ আমার বস্তিতে আগুন দিয়েছে। এর আগেও দুইবার আগুন দিয়েছিল। আশপাশের লোকজন থাকাতে আগুন নেভাতে পেরেছিলাম। কিন্তু এইবার আগুনে সব শেষ হয়ে গেল। তিনি আরও জানান, এর আগে আগুন লাগানোর ঘটনায় তাদের নামে আমি লৌহজং থানায় জিডি করেছিলাম। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন ঘটনাস্থল ঘুরে এসে জানান, ঘরের ভেতর থেকে আগুন লাগার সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকান্ডের ঘটনার কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এখানে বহিরাগত দিনমজুর-শ্রমিকেরা পরিবার নিয়ে ভাড়ায় বসবাস করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে, আগুনে তাদের ঘরে থাকা নগদ টাকা, আসবাবসহ মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। কাঠ ও টিনশেডের তৈরি হাড়িদিয়া গ্রামের এই বস্তিতে ৫০টি পরিবারের থাকার জায়গার মধ্য থেকে ৪৬টি থাকার জায়গাই পুড়ে গেছে বলে জানা গেছে। রূপগঞ্জে কেমিক্যাল কারখানার গোডাউনে আগুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এম হোসেন কটন এ্যান্ড স্পিনিং মিলের ইউনাইটেড লেদারের কেমিক্যালের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে প্লাস্টিক জাতীয় মালামাল পুড়ে গেছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার ইউনাইটেড লেদার কারখানার গোডাউনে এ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এদিকে, স্থানীয় এলাকাবাসী ও উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন নেভানোর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনোমনি শর্মা। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, ইউনাইডেট লেদার কারখানার ৪ শতাধিক শ্রমিক-কর্মচারী কাজ করত। এটি একটি রফতানিমুখী কারখানা। লকডাউনের কারণে কারখানাটি বন্ধ ছিল। বেলা ১২টার দিকে এম হোসেন কটন এ্যান্ড স্পিনিং মিলের ইউনাইটেড লেদারের কেমিক্যালের গোডাউনে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন জ্বলতে থাকলে কারখানার অন্য ভবনের শ্রমিকরা ছুটাছটি করতে থাকে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। এসময় পুরো এলাকায় মানুষের মাঝে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূইয়া মাসুম ছাত্রলীগ নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ঢাকা, ডেমরা, আড়াইহাজার, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, কাঞ্চন ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানায় থাকা প্লাস্টিক জাতীয় মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। সোনারগাঁয়ে ৩ দোকানে দুর্বৃত্তদের আগুন ॥ নারায়ণগঞ্জের সোনারগাঁ উজেলার পিরোজপুর ইউনিয়নের দুর্বৃত্তদের আগুনে ভাঙ্গারি ও কাপড়ের দোকানসহ ৩টি দোকান পুড়ে গেছে। এতে ৩০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বুধবার গভীর রাতে মেঘনা শিল্পাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাবুল মিয়া নামের এক ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
×