ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

এ্যাস্ট্রাজেনেকার আরও ছয় লাখ ডোজ টিকা এসেছে

প্রকাশিত: ২২:১৫, ৪ আগস্ট ২০২১

এ্যাস্ট্রাজেনেকার আরও ছয় লাখ ডোজ টিকা এসেছে

স্টাফ রিপোর্টার ॥ পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ করোনার টিকা দেশে পৌঁছেছে। মঙ্গলবার বিকেল সোয়া ৩টায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ নিয়ে তিন দফায় জাপান থেকে দেশে এলো এ্যাস্ট্রাজেনেকার টিকা। যার সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ডোজ। টিকাগুলো রাজধানীর মহাখালীর ইপিআই সেন্টারে পাঠানো হয়েছে। শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডাঃ শাহরিয়ার সাজ্জাদ বলেন, এসব টিকা গ্রহণের সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। এর আগে গত ৩০ জুলাই স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডাঃ শামসুল হক জানিয়েছিলেন, শনিবার ও মঙ্গলবার অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার আরও ১৩ লাখ ডোজ টিকা আসছে। এর আগে জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সোমবার জাপানের স্থানীয় সময় রাত সোয়া ৯টায় নারিতা বিমানবন্দর থেকে তৃতীয় দফায় ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি কার্গো ফ্লাইট ছেড়ে আসে। এরপর হংকং হয়ে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের কার্গো ফ্লাইটে মঙ্গলবার দেশে পৌঁছাবে তৃতীয় চালানের টিকা। সে অনুযায়ী, ৩১ জুলাইতে টিকা আসার পর মঙ্গলবারও এ টিকা দেশে এলো। প্রসঙ্গত, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১৫টি দেশের জন্য এ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা কোভ্যাক্সের আওতায় দেয়ার ঘোষণা দিয়েছেন।
×