ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

এডিস নিয়ন্ত্রণে ১৩ ভবনকে জরিমানা করল ডিএসসিসি

প্রকাশিত: ২১:৫৯, ৩১ জুলাই ২০২১

এডিস নিয়ন্ত্রণে ১৩ ভবনকে জরিমানা করল ডিএসসিসি

অনলাইন রিপোর্টার ॥ এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে ১৩ নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িকে এক লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার (৩১ জুলাই) সাতটি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়। এদিন ভ্রাম্যমাণ আদালতগুলো ২১৪টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ১৩টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ায় ১৩টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট এক লাখ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া এডিস মশার লার্ভার প্রজনন উপযোগী পরিবেশ বিরাজ করায় মোট ১১টি বাসা ও নির্মাণাধীন ভবনকে সতর্ক করা হয়।
×