ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লকডাউনে আটকেপড়া জবি শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে

প্রকাশিত: ০০:৪০, ২০ জুলাই ২০২১

লকডাউনে আটকেপড়া জবি শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে

জবি সংবাদদাতা ॥ করোনার সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনে আটকে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তৃতীয়দিনের মতো সোমবার বিশ্ববিদ্যালয়ের বাসে করে বাড়ি ফিরছেন। এতে সার্বিকভাবে সহযোগিতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের উদ্দেশ্যে সোমবার সকাল ৮টায় ছেড়ে যায় ৯টি বাস। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ্-আল্-মাসুদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ময়মনসিংহ রুটে ২, চট্টগ্রাম ১, নোয়াখালী ১, শেরপুর ১, লক্ষ্মীপুর ১, চাঁদপুর ১, জামালপুর ১, নেত্রকোনা ১টি সহ মোট ৯টি বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল ৮টায় চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে গেছে। শুধু সোমবারই মোট শিক্ষার্থী গিয়েছে ৪০০ জন। এর মধ্যে ময়মনসিংহ বিভাগে দুই শ’ ২৫ জন শিক্ষার্থী এবং চট্টগ্রাম বিভাগে এক শ’ ৮০ জন শিক্ষার্থী। আর আমাদের বাস ড্রাইভার, হেলপারদের বিশ্রাম ও যাবতীয় খরচের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। সকালেও প্রথমদিনের মতো শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। ব্যাগপত্রসহ শিক্ষার্থীরা নিজ নিজ বাসে করে যাত্রা শুরু করেন। নির্দেশনা অনুযায়ী তাপমাত্রা চেক করে শিক্ষার্থীদের বাসে উঠতে দেয়া হয়েছে।
×