ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

হাসান আরিফের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ পুত্রবধূর

প্রকাশিত: ২৩:৪৭, ১৭ জুলাই ২০২১

হাসান আরিফের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ পুত্রবধূর

স্টাফ রিপোর্টার ॥ গর্ভপাত, নারী নির্যাতন ও নাতনিকে জোরপূর্বক কানাডা পাঠিয়ে দেয়ার অভিযোগ উঠেছে সাবেক এ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফের বিরুদ্ধে। শুক্রবার মিরপুরের আরামবাগে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাবেক এ এ্যাটর্নি জেনারেলের পুত্রবধূ মাধবী আক্তার নীলা। মাধবী আক্তার নীলা বলেন, এ এফ হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফের সঙ্গে ২০১৮ সালের ৩১ মার্চ পারিবারিকভাবে আমার বিয়ে হয়। বিয়ের পর স্বামী-সন্তান নিয়ে আমি সুখেই ছিলাম। বর্তমানে আমার বড় মেয়ের বয়স দুই বছর। সুখের সংসারে সমস্যা শুরু হয় আমার বড় সন্তানকে নিয়ে। আমার শ্বশুর ও শাশুড়ি আমার বড় মেয়েকে কানাডায় তাদের মেয়ের কাছে পাঠিয়ে দিতে চেয়েছিল। আমার ননদের কোন সন্তান না থাকায় তারা আমার সন্তানকে কানাডা পাঠাতে চেয়েছিল। কিন্তু আমি রাজি হইনি। এরপর থেকেই আমার ওপর নির্যাতন শুরু হয়। সাবেক এ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের পুত্রবধূ নীলা বলেন, আমি দুই সন্তানের জননী। তবে এর আগে গত বছর অন্তঃসত্ত¡া থাকা অবস্থায় আমার স্বামী ও শ্বশুর-শাশুড়ি নির্যাতনের এক পর্যায়ে আমার পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করে ফেলেন।
×