ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাতে মিশন শুরু করছে মেসির আর্জেন্টিনা

প্রকাশিত: ২২:৪৯, ১৪ জুন ২০২১

রাতে মিশন শুরু করছে মেসির আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ২৮ বছরের হাহাকার ঘোচানোর লক্ষ্যে আরেকবার কোপা আমেরিকা ফুটবলে মিশন শুরু করছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ৩টায় ‘এ’ গ্রুপের ম্যাচে লিওনেল মেসির দলের প্রতিপক্ষ সেই চিলি। এই চিলির বিরুদ্ধে দিনকয়েক আগে বিশ্বকাপ বাছাই ফুটবলে ড্র করে আর্জেন্টিনা। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে টানা দুই বছর কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হেরেছিল মেসির দল। বারবার সেই ব্যথা পাওয়া দলের বিরুদ্ধেই এবার প্রথম ম্যাচ খেলতে নামছে দিয়াগো ম্যারাডোনার দেশ। এবার আরেকবার দীর্ঘ আন্তর্জাতিক ট্রফি খরা ঘোচানোর লক্ষ্য আলবিসেলেস্তাদের। সেই ১৯৯৩ সালে সর্বশেষ শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তাও আবার এই কোপাতেই। এরপর গত প্রায় তিন দশক শিরোপা শূন্য রয়ে গেছে ফুটবল পাগল দেশটি। এদিকে প্রথম ম্যাচের অনেক আগেই আর্জেন্টিনার একাদশ ফাঁস হয়ে গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর রটেছে। অর্থাৎ বাছাইপর্বে চিলির বিরুদ্ধে খেলা সর্বশেষ ম্যাচের একাদশই আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি খেলাবেন বলে জানা গেছে।
×