ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রীতি ম্যাচে পর্তুগালের সহজ জয়

রেকর্ডের আরও কাছে রোনাল্ডো

প্রকাশিত: ২৩:৪৭, ১১ জুন ২০২১

রেকর্ডের আরও কাছে রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরো মিশনের আগে সহজ জয় দিয়ে প্রস্তুতি সেরেছে পর্তুগাল। বুধবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইউরোপের ব্রাজিল খ্যাত দলটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইসরাইলকে। ঘরের মাঠ লিসবনের এস্টাডিও জোশে আলভালাডে স্টেডিয়ামে পর্তুগালের হয়ে জোড়া গোল করেন ব্রæনো ফার্নান্দেজ। একটি করে গোল করেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও জোয়াও ক্যানসেলো। এই গোল করে আন্তর্জাতিক ফুটবলে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের মালিক হওয়ার দৌড়ে আরেকধাপ এগিয়ে গেছেন সিআর সেভেন। আগের ম্যাচে স্পেনের সঙ্গে ড্র করেছিল পর্তুগাল। কিন্তু দুর্বল ইসরাইলকে পেয়ে গোলের জ্বালা মিটিয়েছে ফার্নান্ডো সান্টোসের দল। পুরো ম্যাচে মাত্র একটা লক্ষ্যে শট রাখতে পারে ইসরাইল। বিপরীতে পর্তুগালের শট ছিল ১৯টি। যার গোলমুখে ছিল আটটি। প্রস্তুতি শেষে এবার মূল লড়াইয়ের পালা। আগামী মঙ্গলবার হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।
×