ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুর কারাগারে প্রথমবারের মতো ফাঁসি কার্যকর

প্রকাশিত: ২১:২৫, ১১ জুন ২০২১

দিনাজপুর কারাগারে প্রথমবারের মতো ফাঁসি কার্যকর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর জেলা কারাগারে স্ত্রী হত্যার দায়ে আদালতের দণ্ডপ্রাপ্ত আব্দুল হক নামে এক আসামির ফাঁসি কার্যকর হয়েছে। দিনাজপুর জেলা কারাগারে এবারই প্রথম ফাঁসি কার্যকর করা হয় বলে জানান কারাগার কর্তৃপক্ষ। বুধবার রাত ১২টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর হয়। দিনাজপুর কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আব্দুল হকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ আব্দুল হক রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর চৌধুরীপাড়া এলাকার মৃত আছির উদ্দীনের ছেলে। ২০০২ সালের ২৮ আগস্ট থেকে আব্দুল হক কারাগারে বন্দী ছিলেন। এর আগে বুধবার বিকেলে আব্দুল হকের পরিবারের ১৫ জন সদস্য তার সঙ্গে শেষ সাক্ষাত করেন এবং খাবার খাইয়ে ঘণ্টাখানেক অবস্থান করে চলে যান। রাতে তার ফাঁসি কার্যকর হয়। এ সময় রংপুর ডিআইজি (প্রিজন) আলতাফ হোসেন, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুছসহ চিকিৎসক, প্রশাসনের কর্মকর্তা ও জেলা কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×