ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মেক্সিকোতে রেল ওভারপাস ধসে নিহত ২৩

প্রকাশিত: ২৩:৫৫, ৫ মে ২০২১

মেক্সিকোতে রেল ওভারপাস ধসে নিহত ২৩

মেক্সিকোতে মেট্রো রেলের একটি ওভারপাস আংশিক ধসে পড়ে সড়কে শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছে।সোমবার স্থানীয় সময় রাতে মেক্সিকো সিটির দক্ষিণ-পূর্বে এ দুর্ঘটনা ঘটে। ওভারপাসটি ধসে পড়ার সময় সেখানে একটি ট্রেনও ছিল। দুর্ঘটনায় আহত কয়েক ডজন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের। অলিভস স্টেশনের ১২ নম্বর লাইনে ওই ওভারপাস ধসের ঘটনাটি ঘটেছে বলে টুইটারে জানিয়েছে মেক্সিকোর বেসামরিক সুরক্ষা সংস্থা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ওভারপাসের একাংশ ধসে পড়ার পর মেট্রো ট্রেনের অন্তত দুটো বগিকে ঝুলে থাকতে দেখা গেছে। ট্রেনের বগিগুলো নিচে পড়ে আরও ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হতে পারে শঙ্কায় উদ্ধার তৎপরতা শুরুর কিছুক্ষণ পরই তা সাময়িক সময়ের জন্য স্থগিত করে দেয়া হয়।
×