ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে টিকা বানাবেন সিরাম কর্তা পুনাওয়ালা

প্রকাশিত: ১৪:০৮, ৪ মে ২০২১

যুক্তরাজ্যে টিকা বানাবেন সিরাম কর্তা পুনাওয়ালা

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাজ্যে করোনাভাইরাস প্রতিরোধী টিকা তৈরি করবেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা। এমনকি ব্রিটেনে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন গবেষণার ক্ষেত্রে ৩৩ কোটি ৪০ লক্ষ ডলার বিনিয়োগও করবেন তিনি। লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের ডাউনিং স্ট্রিটের অফিস থেকে সোমবার এ সংক্রান্ত একটি বিবৃতি জারি করা হয়। এতে বলা হয়েছে, ৩৩.৪ কোটি মার্কিন ডলার মূল্যের এই প্রকল্পে যুক্তরাজ্যে টিকা তৈরির জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা এবং টিকা আরও উন্নত করতে যাবতীয় প্রয়োজীয় পদক্ষেপ নেওয়া হবে। আজ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে বসার কথা ব্রিটেনের প্রধানমন্ত্রীর। বৈঠকের আগে ডাউনিং স্ট্রিট জানালো, ভারতীয় উদ্যোক্তা আদার পুনাওয়ালার যুক্তরাজ্যে টিকা প্রস্তুত করার এই উদ্যোগ ভারতের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তিরই অংশ। ইওরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই ভারতের বাজারে নজর ছিল লন্ডনের। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, আদার পুনাওয়ালা এই বিনিয়োগ ভারতের সঙ্গে হওয়া তাদের ১০০ কোটি ডলারের চুক্তিরই একটি অংশ, যা উভয় দেশেই প্রচুর কাজের সুযোগ তৈরি করবে। টিকা তৈরির সংখ্যার বিচারে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি টিকা তৈরি করছে পুনের সেরাম ইনস্টিটিউট। যুক্তরাজ্যের কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে মিলে তাদের তৈরি করা করোনা টিকা কোভিশিল্ড বিশ্বের উন্নয়নশীল দেশগুলির কাছে তুলনামূলক কম দামে পৌঁছে দিয়েছিল ভারত। তবে বর্তমানে দেশটিতে টিকার ঘাটতি দেখা দেওয়ায় আপাতত সেই সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ভারতে করোনা টিকার ঘাটতির মধ্যেই কোভিশিল্ড প্রস্তুতকারী সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা লন্ডন চলে গিয়েছিলেন। যুক্তরাজ্যে সেরামের সহযোগী এবং অংশীদারদের সঙ্গে লন্ডনে তার বৈঠক হয়েছে বলেও গত রোববার জানিয়েছিলেন তিনি।
×