ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অবৈধ বিট কয়েন ব্যবসার মূল হোতা কয়েন সুমনসহ ১২ জন পাকড়াও

প্রকাশিত: ২৩:২০, ৪ মে ২০২১

অবৈধ বিট কয়েন ব্যবসার মূল হোতা কয়েন সুমনসহ ১২ জন পাকড়াও

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে অবৈধ বিট কয়েন ব্যবসার মূলহোতা ইসমাইল হোসেন সুমন ওরফে কয়েন সুমনসহ ১২ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অনলাইনে প্রতারণার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সোমবার র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন জানান, তাদের গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ইসমাইল হোসেন সুমন, আবুল বাশার আরমান পিয়াস, রায়হান আলম সিদ্দিক, জুবায়ের, মেহেদী হাসান রাহাত, মেহেদী হাসান, রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম, সুলাইমান ইসলাম, জাকারিয়া ও আরাফাত হোসেন। রাজধানীর উত্তর বাড্ডার বেসিক ব্রিজ মার্কেটিং নামের একটি প্রতিষ্ঠানে অভিয়ান চালিয়ে তাদের আটক করা হয়।
×