ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জুভেন্টাস ও ইন্টার মিলানের জয়

প্রকাশিত: ২১:০৩, ৯ এপ্রিল ২০২১

জুভেন্টাস ও ইন্টার মিলানের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে জয়ের দেখা পেয়েছে দুই জায়ান্ট ক্লাব ইন্টার মিলান এবং জুভেন্টাস। দিনের প্রথম ম্যাচে ইন্টার মিলান ২-১ গোলে পরাজিত করেছে সাসৌলোকে। সেইসঙ্গে লীগ টেবিলের শীর্ষস্থানটাকে আরও সুসংহত করেছে এ্যান্টোনিও কন্টের দল। আরেক ম্যাচে সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস একই ব্যবধানে হারিয়েছে শক্তিশালী নেপোলিকে। সেইসঙ্গে লীগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আন্দ্রে পিরলোর শিষ্যরা। ইতালিয়ান সিরি’এ লীগে একক রাজত্ব চলছে জুভেন্টাসের। গত ৯ মৌসুম ধরে টানা লীগ শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েছে তারা। তবে টানা ১০ শিরোপা জয়ের পথে এবার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্টার মিলান। ২০০৯-১০ মৌসুমে সর্বশেষ এই লীগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল যারা। দীর্ঘ এক দশক পর এবার শিরোপা পুনরুদ্ধারের পথে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে ইন্টার। বুধবার সাসৌলোকে হারিয়ে যেন সেই পথে আরও একধাপ এগিয়ে গেল তারা। নিজেদের মাঠে এদিনও নিজের সেরাটা উপহার দেন ইন্টারের বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু। ম্যাচ শুরুর ১০ মিনিটেই দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ইয়ংয়ের এ্যাসিস্টে লুকাকুর করা গোলের সৌজন্যেই এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করলে ফলাফল দাঁড়ায় ২-০। এবার মার্টিনেজকে গোল করাতেও সহায়তা করেন সেই লুকাকু। ম্যাচের বয়স যখন ৮৫ মিনিট তখন সফরকারী দল সাসৌলোর হয়ে সান্ত্বনার একটি গোল করেন হামিদ ট্র্যাওরে। এই জয়ের ফলে মৌসুমের প্রথম ২৯ ম্যাচ থেকে ৭১ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে ইন্টার মিলান। সমানসংখ্যক ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে অবস্থান করছে এসি মিলান। ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে তারা পরাজিত করেছে শক্তিশালী নেপোলিকে। এই ম্যাচে গোলের দেখা পেয়েছেন তাদের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর ইনজুরি কাটিয়ে ফেরা পাওলো দিবালা। প্রথমার্ধের ১৩ মিনিটেই সিআর সেভেনের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। এরপর এগিয়ে থেকেই বিরতিতে যায় সাদা-কালো শিবির। বিরতির পর ৭৩ মিনিটে বাঁকানো শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলা দিবালা। ইনজুরি কাটিয়ে জানুয়ারির পর এই প্রথম মাঠে নামেন তিনি। চোট কাটিয়ে ফিরেই গোল করে দলের জয়ে ভূমিকা রাখলেন দিবালা।
×