ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে ৩ মাসের বকেয়া বেতনভাতা পরিশোধের দাবীতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ২০:১২, ৮ এপ্রিল ২০২১

টঙ্গীতে ৩ মাসের বকেয়া বেতনভাতা পরিশোধের দাবীতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা টঙ্গী ॥ বৃহস্পতিবার টঙ্গীর সাতাইশের ট্রাউজার ল্যান্ড লিমিটেড গার্মেন্টসে বেতনভাতা পরিশোধের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছে। আটকে যাওয়া ৩ মাসের বকেয়া বেতনভাতা পরিশোধের দাবিতে শ্রমিকরা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। শ্রমিকরা জনকণ্ঠকে জানান, কারখানাটিতে প্রায় সাতশ' শ্রমিক কর্মরত। বৃহস্পতিবার তাদের বেতন-ভতা পরিশোধের কথা ছিল, কিন্তু দুপুর পেরিয়ে গেলেও বেতন না দেয়ায় তারা কাজকর্ম বন্ধ করে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের কারখানার সামনে থেকে সরিয়ে দেয়। এক পর্যায় শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে কারখানার ভেতরে গিয়ে কর্মবিরতি পালন বিক্ষোভ মিছিল শুরু করে। কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকতা আসাদুজ্জামান জনকণ্ঠকে বলেন, শ্রমিকদের আন্দোলন অযৌক্তিক। কর্তৃপক্ষের সমস্যার কথা শ্রমিকদের অবহিত করা হয়েছে। শ্রমিকদের ওভার টাইম মজুরি খুব দ্রুতই পরিশোধ করা হবে। ব্যাংকের ১০ টা সাড়ে ১২ টা নয়া টাইম টেবিলের কারনে টাকা না আসায় আজ পরিশোধ করা সম্ভব হয়নি।
×