বাংলাদেশ বিজ্ঞান একাডেমি সোমবার বেলা ১১টায় ‘Approaches for Enhancing Abiotic Stress Tolerance in Crop Plants’ শিরোনাম শীর্ষক ভিডিও কনফারেন্সের আয়োজন করে। অনুষ্ঠানে কৃষি উৎপাদনে ফসলের ওপর অজৈব চাপ সহ্য শক্তি বাড়ানোর উপায় বৃদ্ধি এবং জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে খাদ্য উৎপাদন বজায় রাখার অন্যতম উপায় হিসেবে কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধির বিষয়ে গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করা হয়। একাডেমির ফেলো এবং শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মির্জা হাসানুজ্জামান ভিডিও কনফারেন্সে কৃষিতত্ত্ব বিজ্ঞান বিষয়ের ওপর বক্তৃতা প্রদান করেন। এছাড়া ভিডিও বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. জহুরুল করিম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির সেক্রেটারি অধ্যাপক ড. হাসিনা খান। ভিডিও বক্তৃতা অনুষ্ঠানে একাডেমির ফেলো, এসোসিয়েট ফেলোবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞানী ও ছাত্ররা অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি