ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরগুনায় ৫ জনের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

প্রকাশিত: ০০:৫৬, ৫ মার্চ ২০২১

বরগুনায় ৫ জনের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৪ মার্চ ॥ বরগুনায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে জেলা রেজিস্ট্রারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক ইয়াসিন আরাফাত বৃহস্পতিবার এ আদেশ দেন। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে অনিয়মের অভিযোগে সোমবার ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এ্যাডভোকেট মুজাহিদুল হক জাকির। মামলার বিবাদীরা হলেন- বরগুনা জেলা রেজিস্ট্রার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী, কৃষি ব্যাংক গৌরীচন্না শাখার ব্যবস্থাপক ও কুয়েত প্রবাসী হসপিটালের পরিচালক। মামলার বাদী অভিযোগ করেন, ২১ ফেব্রুয়ারি তিনি রিকশায় ঘুরে ও পায়ে হেঁটে উল্লেখ্য স্থানগুলোতে জাতীয় পতাকার অবমাননা দেখতে পেয়েছেন। তিনি জাতীয় পতাকা অবমাননার ছবি তুলে ও ভিডিও ধারণ করে জনস্বার্থে মামলা দায়ের করেছেন। এ মামলায় এক বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
×