ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিঙ্গাইর ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২৩:২৫, ৩ মার্চ ২০২১

সিঙ্গাইর ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২ মার্চ ॥ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ওরফে মিরুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সোমবার রাতে তাকে কুপিয়ে আহত করা হয়। মঙ্গলবার দুপুরে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, সিঙ্গাইর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ দুলাল ও ফারুক হোসেনে মিরুর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কোন্দল চলে আসছে। এর জের ধরে মোল্লা মোহাম্মদ দুলাল, তার বড় ভাই উপজেলা পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ও তাদের সহযোগীরা ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লা মোহাম্মদ দুলাল ও তার সহযোগীরা ফারুক হোসেন মিরুকে মারধর করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে কোন্দল দেখা দেয়। সোমবার রাত ১টার দিকে উপজেলার জয়মন্টপ এলাকায় একটি গানের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে যোগে উপজেলা সদরের বাড়িতে ফিরছিলেন ছাত্রলীগ নেতা ফারুক হোসেন মিরু। সিঙ্গাইর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের দুলাল ও তার ভাই জালাল মোটরসাইকেলে গতিরোধ করেন। এরপর তারা ফারুক হোসেন মিরুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় ফারুক হোসেন মিরুকে প্রথমে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিকস পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুর একটার দিকে তিনি মারা যান।
×