ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ

প্রকাশিত: ০০:৩৯, ২ মার্চ ২০২১

প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ অরিক্স বায়োটেক প্লান্টের মাধ্যমে বাংলাদেশ প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর মধ্য দিয়ে রক্তের প্লাজমা বিশ্লেষণ করে জীবন রক্ষাকারী ওষুধ প্রস্তুত করার পথ সুগম হলো বলেও মন্তব্য প্রতিমন্ত্রীর। খবর বাংলানিউজের। সোমবার গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক পার্কে এই প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চীনাভিত্তিক বহুজাতিক কোম্পানি ‘অরিক্স বায়োটেক প্লাজমা ফ্রাকশানেশন প্লান্ট’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন। জানা যায়, অরিক্স বায়োটেক এই খাতে ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট প্রায় দুই হাজার লোকের কর্মসংস্থান হবে এবং এ খাতসংশ্লিষ্ট প্রায় এক হাজার কোটি টাকার আমদানি বন্ধ হবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।
×