ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় আওয়ামী লীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা-ধাওয়া

প্রকাশিত: ২১:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১

কুমিল্লায় আওয়ামী লীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা-ধাওয়া

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৩ ফেব্রুয়ারি ॥ বরুড়ায় হাট-বাজার ইজারার দরপত্র ক্রয়ে বাঁধা দেয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যান গ্রুপের নেতাকর্মীদের মাঝে এ ঘটনা ঘটে। জানা যায়, বরুড়া উপজেলার ২৩টি হাট-বাজারের ইজারা দরপত্র ক্রয় করার প্রথম দফার শেষ দিন ছিল মঙ্গলবার। এ দিন সকাল থেকে স্থানীয় এমপি নাছিমুল আলম চৌধুরী সমর্থিত গ্রুপের নেতাকর্মী ও উপজেলা চেয়ারম্যান এ.এন.এম মইনুল ইসলাম গ্রুপের নেতাকর্মীরা দরপত্র কেনার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যায়। তবে উপজেলা চেয়ারম্যান সমর্থিত যুবলীগ নেতা আক্তার হোসেন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলামসহ ক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, এমপির নির্দেশে তাদের নিকট দরপত্র বিক্রি করা হচ্ছে না। এছাড়াও এমপির কর্মীরা অফিসের সামনে মহড়া দেয়ায় তারা দরপত্র কিনতে না পেরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে মৌখিকভাবে অভিযোগ জানিয়েও ব্যর্থ হন। পরে দরপত্র ক্রয়ে ব্যর্থ লোকজন দুপুর পৌনে ১টার দিকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকে সাংবাদিকদের নিকট অভিযোগ জানাতে এলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরুড়া থানার ওসি ইকবাল বাহার জানান, বাজার ইজারার দরপত্র ক্রয় নিয়ে সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে পুলিশ মোতায়েন করা হয়, দুপুরের দিকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×