ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে করোনায় আক্রান্ত, মৃত্যু ও শনাক্ত কমেছে

প্রকাশিত: ২৩:০১, ২৭ জানুয়ারি ২০২১

দেশে করোনায় আক্রান্ত, মৃত্যু ও শনাক্ত কমেছে

স্টাফ রিপোর্টার ॥ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা এবং শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৫১৫ জন। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৮০৫৫ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩২ হাজার ৯১৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৪৪৭ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৪২৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪০১ টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ লাখ ৮৪ হাজার ৭৮৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৩ দশমিক ৫৮ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। মঙ্গলবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা ১৪ জনের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি বয়সী ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। তাদের বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ৪ জন, খুলনা বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন করে রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৩৪৫ জন, ছাড়া পেয়েছেন ৫৩২ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৬ লাখ ১৫ হাজার ১১১ জন, ছাড়া পেয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ৩৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৬ হাজার ১৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৬৪ জন, ছাড়া পেয়েছেন ১৪৮ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৮ হাজার ৫১৩ জন, ছাড়া পেয়েছেন ৮৭ হাজার ৭১৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৭১৫ জন।
×