ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে হেফাজতীদের আবাসন কেন্দ্র হতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ২১:৩৯, ২৬ জানুয়ারি ২০২১

গাজীপুরে হেফাজতীদের আবাসন কেন্দ্র হতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র হতে এক কিশোরীর ঝুলন্ত লাশ মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। তার নাম নাজমা আক্তার (২০)। সে ময়মনসিংহের নান্দাইল থানার মুসল্লী উত্তর কোনাপাড়া এলাকার মোঃ হারেছ আলীর এর মেয়ে। জিএমপি’র বাসন থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, ঢাকার শাহ আলী থানার একটি মামলার ভিকটিম নাজমা আক্তারকে গত ২২ ডিসেম্বর গাজীপুরের কোনাবাড়ী থানাধীন সমাজসেবা অধিদপ্তরের শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা) হতে বাসন থানার মোগড়খাল এলাকাস্থিত সমাজ সেবা অধিদপ্তরাধীন ভোগড়া মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। তার হেফাজতী সিরিয়াল নং-১২২৯ এবং ওই দিন থেকে এ কেন্দ্রের হেফাজতী ছিল। প্রতিদিনের মতো কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার বেলা ১১টার দিকে হেফাজত কেন্দ্রের নিবাসীরা সবাই নিজেদের কক্ষ থেকে বের হয়ে নীচে নেমে আসে। তবে মাথা ব্যাথার কারণ দেখিয়ে নাজমা নীচে না নেমে কক্ষে অবস্থান করে। দুপুর সোয়া ১টার দিকে কেন্দ্রের হেফাজতীরা নিজেদের কক্ষে ফিরে যায়। এসময় অন্য হেফাজতীরা ভবনের তৃতীয় তলার ৩০৩ নম্বর কক্ষের টয়লেটের দরজার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ওই কিশোরীর ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
×