ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর পরামর্শক নিয়োগ

প্রকাশিত: ১৮:১১, ২০ জানুয়ারি ২০২১

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর পরামর্শক নিয়োগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে প্রাইস ওয়াটার হাউস কুপার্স (পিডব্লিউসি)। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) পরবর্তী স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণ কার্যক্রমের অংশ হিসেবে স্যাটেলাইটের ধরন নির্ধারণের জন্য পরামর্শক হিসেবে ফ্রান্সের প্রাইস ওয়াটার হাউস কুপার্স অ্যাডভাইজরি, এসএএস’র সঙ্গে বিএসসিএল এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ১৯ জানুয়ারি রাজধানীতে বিএসসিএল’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসসিএল’র পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহরীয়ার আহমেদ চৌধুরী এবং প্রাইস ওয়াটার হাউস কুপার্স অ্যাডভাইজরি, এসএএস’র পক্ষে ড. লুইগি স্ক্যারিয়া (পার্টনার, পিডাব্লিউসি স্পেস প্র্যাকটিস লিডার) চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যোগদান করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসিএল’র চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ। পরবর্তী স্যাটেলাইটের প্রকৃতি ও ধরন নির্ধারণের লক্ষ্যে স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণের আগে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য যথাযথ দরপত্র প্রক্রিয়ায় প্রাইস ওয়াটার হাউস কুপার্স অ্যাডভাইজরি, এসএএসকে নির্বাচন করা হছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
×