ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অরুণাচলে সাড়ে ৪ কিমি এলাকা জুড়ে গ্রাম তৈরি করল চীন

প্রকাশিত: ১১:১৯, ১৯ জানুয়ারি ২০২১

অরুণাচলে সাড়ে ৪ কিমি এলাকা জুড়ে গ্রাম তৈরি করল চীন

অনলাইন ডেস্ক ॥ হাড় কাঁপানো শীতের মধ্যেও উত্তপ্ত ভারত ও চীনের প্রকৃত নিয়ন্ত্রণরেখা। সীমান্ত পেরিয়ে এবার অরুণাচল প্রদেশে নির্মাণ কাজ শুরু করল চীনের সেনাবাহিনী। সেখানে আস্ত একটি গ্রাম তৈরি করে ফেলা হয়েছে এরই মধ্যে। এমনটাই সর্বভারতীয় একটি টিভি চ্যানেলের রিপোর্টে দাবি করা হয়েছে। খবর কলকাতা টোয়েন্টিফোরের। ভারতীয় গণমাধ্যমের দাবি, ওই গ্রামে ১০১টি বাড়ি রয়েছে। গত বছর ১ নবেম্বর এই চিত্র স্যাটেলাইটে ধরা পড়েছিল। বিতর্কিত সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে চীনা নির্মাণের এই ছবি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ওই টিভি চ্যানেলের দাবি, ভারতীয় ভূখণ্ডে প্রায় ৪.৫ কিলোমিটার এলাকা জুড়ে এই গ্রাম গড়ে উঠেছে। যা ভারতের কাছে দুঃশ্চিন্তার বড় কারণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনা সেনার অনুপ্রবেশের কথা স্বীকার করেছে। তাদের দাবি, সীমান্তবর্তী এলাকায় চীন অবৈধ নির্মাণ কাজ চালাচ্ছে। বলা হয়েছে, চীন যে ভারত সীমান্তে নির্মাণ কাজ চালাচ্ছে সেই সংক্রান্ত সাম্প্রতিক রিপোর্ট আমরা পেয়েছি। গত কয়েক বছর ধরে একইভাবে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে চীন। গত বছর নবেম্বর মাসে অরুণাচলের বিজেপি সাংসদ টাপির অভিযাগ করেছিলেন, আপার সুবনসিরি জেলায় এলএসি পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে স্থায়ী কাঠামো বানাচ্ছে চীন।
×