ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের দণ্ড বহাল

প্রকাশিত: ২১:৪২, ১৫ জানুয়ারি ২০২১

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের দণ্ড বহাল

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে দেয়া ২০ বছরের সাজা বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত। জুলুম ও ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত পার্ককে শুরুতে এই মামলায় প্রায় ৩০ বছরের সাজা দেয়া হয়েছিল। তবে ২০১৯ সালের জুলাই মাসে তার এই শাস্তিকে কমিয়ে ২০ বছর করা হয়। বৃহস্পতিবার সুপ্রীমকোর্ট সেই সাজা বহাল রাখে। প্রসিকিউটররা শাস্তি কমিয়ে দেয়ার বিরুদ্ধে আপীল করেছিলেন। দুর্নীতির অভিযোগে ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ককে ক্ষমতাচ্যুত করা হয়। তিনিই তার দেশে প্রথম গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রেসিডেন্ট, যাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। অভিশংসিত হয়ে ক্ষমতা হারানোর পর পরই তাকে গ্রেফতার করা হয়। আদালত তাকে এক কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছিলেন। বৃহস্পতিবার সুপ্রীমকোর্ট তাও বহাল রেখেছেন। ১৮টি অভিযোগের মধ্যে ১৬টিতে তাকে অভিযুক্ত করা হয়। - বিবিসি
×