ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়কের কাজ শেষ করার দাবি

প্রকাশিত: ২১:২৮, ১৫ জানুয়ারি ২০২১

সড়কের কাজ শেষ করার দাবি

নিজস্ব সংবাদাতা, নাটোর, ১৪ জানুয়ারি ॥ বড়াইগ্রামে ঠিকাদারের চরম অবহেলায় দুই বছরেও থানা মোড়-রয়না ভরট সড়ক সংস্কার কাজ শেষ না হওয়ার প্রতিবাদে এবং দ্রুত চলাচল উপযোগী করে পৌরবাসীর দুর্ভোগ লাঘবের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজ সংলগ্ন রয়না মোড়ে সংস্কারাধীন বড়াইগ্রাম থানা মোড়-রয়না ভরটহাট সড়কের উভয় পাশে ‘বড়াইগ্রাম পৌরবাসী’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের জেলা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি নাজমুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
×