ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধ, কুয়েতী মন্ত্রীদের পদত্যাগ

প্রকাশিত: ২১:৩৯, ১৪ জানুয়ারি ২০২১

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধ, কুয়েতী মন্ত্রীদের পদত্যাগ

কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে পার্লামেন্টে কয়েক দিন ধরেই মন্ত্রিসভার সদস্যদের মতবিরোধ চলছিল। মঙ্গলবার পার্লামেন্টে মন্ত্রিসভা নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার প্রস্তাব জমা পড়ে। এর জেরে মন্ত্রিসভার সব সদস্য দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহর কাছে একযোগে ইস্তফা দিয়েছেন। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় টুইট করে ওই গণইস্তফার খবর জানিয়েছে। খবর ডয়েচে ভেলে অনলাইনের। দেশটির সরকারী সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হামাদ জাবের আল-সাবাহর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তিনিই সব মন্ত্রীর পদত্যাগপত্র একসঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীকে দিয়েছেন। কুয়েতের পার্লামেন্টের নাম ন্যাশনাল এ্যাসেম্বলি। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা নিয়ে যে প্রস্তাব জমা পড়েছে, ৩০ সদস্য তা সমর্থন করেছেন।
×