ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনায় দেশে আরও ২০ জনের মৃত্যু

প্রকাশিত: ২২:৫৭, ২৬ ডিসেম্বর ২০২০

করোনায় দেশে আরও ২০ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৩ জন। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৩৯৮ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৭ হাজার ২৬৫ জনে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৩ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৯৫টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ লাখ ৪৯ হাজার ৩৪৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ৪৯ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শুক্রবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে মধ্যে ১৪ জন পুরুষ এবং ৬ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী ১০ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ১১-২০ বছরের মধ্যে ১ জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ৩ জন, খুলনা বিভাগে ২ জন, রংপুর বিভাগে ২ এবং ময়মনসিংহ বিভাগে ১ রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৪০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ৮৭০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৬১ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৮৩ হাজার ৭৭৯ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৯৫ হাজার ৬০৯ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ৬০৯ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৬২৭ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৩৬২ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৬ লাখ ৬৭২ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৯ হাজার ৩১০ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগে ৪ হাজার ৪৪ জন, যা মোট মৃতের ৫৪ দশমিক ৬৬ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৩৭৯ জন, যা মোট মৃতের ১৮ দশমিক ৬৪ শতাংশ, রাজশাহী বিভাগে ৪৩১ জন, যা মোট মৃতের ৫.৮৩ শতাংশ, খুলনা বিভাগে ৫২২ জন, যা মোট মৃতের ৭ দশমিক ০৬ শতাংশ, বরিশাল বিভাগে ২৩৬ জন, যা মোট মৃতের ৩ দশমিক ১৯ শতাংশ, সিলেট বিভাগে ২৯০ জন, যা মোট মৃতের ৩ দশমিক ৯২ শতাংশ, রংপুর বিভাগে ৩৩৩ জন, যা মোট মৃতের ৪ দশমিক ৫০ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১৬৩ জন, যা মোট মৃতের ২ দশমিক ২০ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৫ ডিসেম্বর পর্যন্ত করোনায় যারা মারা গেছেন, তাদের বয়স বিশ্লেষণে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ৩৪ জন, যা মোট মৃত্যুর শূন্য ৪৬ শতাংশ, ১১-২০ বছরের মধ্যে ৫৭ জন, যা শূন্য ৭৭ শতাংশ, ২১-৩০ বছরের মধ্যে ১৫৯ জন, যা ২ দশমিক ১৫ শতাংশ, ৩১-৪০ বছরের মধ্যে ৩৭২ জন, যা ৫ দশমিক ০৩ শতাংশ, ৪১-৫০ বছরের মধ্যে ৮৭২ জন, যা ১১ দশমিক ৭৯ শতাংশ, ৫১-৬০ বছরের মধ্যে ১ হাজার ৮৮২ জন, যা ২৫ দশমিক ৪৪ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী ৪ হাজার ২২ জন, যা ৫৪ দশমিক ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১ হাজার ৬০৯ জন, চট্টগ্রামে ২৯৬ জন, রাজশাহীতে ৫২ জন, খুলনায় ১৮ জন, রংপুরে ৭১ জন, সিলেটে ৪৩ জন এবং ময়মনসিংহে ০৪ জন, বরিশালে ২০ সুস্থ হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যা সংখ্যা ১০ হাজার ৫১০টি, সাধারণ শয্যায় ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৫২৮ জন এবং খালি রয়েছে ৭ হাজার ৯৮২টি শয্যা। দেশে মোট আইসিইউ শয্যা রয়েছে ৫৮২টি, ভর্তিকৃত রোগী ৩০০ জন এবং খালি রয়েছে ২৮২টি আইসিইউ শয্যা। দেশে মোট অক্সিজেন সিলিন্ডার রয়েছে ১৩ হাজার ৫০১টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে ৬৭৮টি এবং অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে ৬৩৯টি।
×