ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে করোনায় আক্রান্ত ও শনাক্তের হার কমেছে

প্রকাশিত: ২৩:১৩, ৬ ডিসেম্বর ২০২০

দেশে করোনায় আক্রান্ত ও শনাক্তের হার কমেছে

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক মৃতের সংখ্যা বেড়েছে , কমেছে আক্রান্তের সংখ্যা ও শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৫ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ১৮৮৮ জন। এনিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৬৮০৭ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৭৫ হাজার ৮৭৯ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ২৪৫৭ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৪০টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ লাখ ৪৯ হাজার ৯৫১টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৮২ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। ৪৮তম সপ্তাহের তুলনায় ৪৯তম সপ্তাহে করোনায় মৃতের হার ১ দশমিক ৩০ শতাংশ এবং সুস্থ হওয়ার হার প্রায় ১৩ শতাংশ বেড়েছে। শনিবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে মধ্যে ২৩ জন পুরুষ এবং ১২ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে ৩১ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ২ জন, বরিশালে ২ জন, সিলেটে ১ জন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহে ২ জন রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৯৩ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৩ হাজার ৩৪ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৫৬ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৭৯ হাজার ২৬৫ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৯২ হাজার ২৯৯ জনকে।
×