ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যানবাহনের জরুরী কাগজপত্র নবায়নের মেয়াদ বাড়ল

প্রকাশিত: ২২:০৭, ২৬ নভেম্বর ২০২০

যানবাহনের জরুরী কাগজপত্র নবায়নের মেয়াদ বাড়ল

স্টাফ রিপোর্টার ॥ জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করেছে সরকার। বুধবার বিআরটিএ কর্তৃপক্ষ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, গাড়ির কাগজপত্র (ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন) এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের জরিমানা ছাড়া মূল কর/ফি দিয়ে হালনাগাদ করার সময়সীমা বৃদ্ধি করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামীতে খেলাপী মোটরযান মালিকদের আর কোন সুযোগ দেয়া হবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বর পর্যন্ত জরিমানা মওকুফের এ সুযোগ গ্রহণ করে মোটরযান মালিক ও ড্রাইভিং লাইসেন্সকারীকে কাগজপত্র হালনাগাদ করতে অনুরোধ করা হলো। এর আগে দুবার সময়সীমা উল্লেখ করে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। কিন্তু আশানরূপ সাড়া না মেলার কারণে সর্বশেষ আবারও সময়সীমা বাড়িয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় এই সরকারী যানবাহন নিয়ন্ত্রক সংস্থা। সংস্থার হিসাব অনুযায়ী বর্তমানে যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়নের বাইরে সংখ্যা কত তা উল্লেখ করা হয়নি। তবে গত মাসে সারাদেশে নিবন্ধিত যানের সংখ্যা ৪৫ লাখের বেশি হলেও ৩১ অক্টোবরের হিসাব অনুযায়ী নবেম্বরে যানবাহনের সংখ্যা কম দেখানো হয়েছে। সর্বশেষ বিআরটিএ সারাদেশে নিবন্ধিত যানের সংখ্যা ৪৪ লাখ ৯৪ হাজার ৪২০। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা ৩০ লাখ ৩৬ হাজারের বেশি। রাজধানীতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ১৬ লাখ ৯ হাজারের বেশি। মোটরসাইকেলের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮২ হাজার।
×