ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কাতারের সঙ্গে বাংলাদেশের তুলনায় রাজী নন সালাউদ্দিন

প্রকাশিত: ২০:৩৮, ২৫ নভেম্বর ২০২০

কাতারের সঙ্গে বাংলাদেশের তুলনায় রাজী নন সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দল কাতারে ভালোভাবেই ট্রেনিং করছে। তবে একটা বিষয় বুঝতে হবে-কাতার এমনিতেই এশিয়ার এক নম্বর দল। কাজেই কাতারের সঙ্গে আমাদের কোন তুলনা চলে না। প্রত্যাশা আমার খুব কম। আমাদের ছেলেরা মাত্র তিন সপ্তাহ আগে আট মাস পর ফুটবল আরম্ভ করেছে। বাফুফে সভাপতি হিসেবে না, একজন সাবেক ফুটবলার হিসেবে মনে করি এই কয়েক মাসে তাদের যে ক্ষতিটা হয়েছে সেই ঘাটতিটা পুষিয়ে নেয়টাই এখন আসল কাজ।Õ কথাগুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের। বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক পর্বের রাউন্ড টু এর ম্যাচে কাতারের মুখোমুখি হবে আগামী ৪ ডিসেম্বর। এই ম্যাচ নিয়ে সালাউদ্দিন উপরোক্ত মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, Ôএই ম্যাচের ফল যা হবার হবে। কিন্তু পরের ম্যাচগুলো এই ম্যাচ থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। কারণ ভারত আর আফগানিস্তানের বিপক্ষে আমাদের মানসিক অবস্থা অন্যরকম থাকবে। পরিকল্পনাও আলাদা হবে। ওই ম্যাচগুলোর আগে যেন আমরা ঠিকমতো ট্রেনিং করার সুযোগ পাই, তা সেটি মাথায় রেখেছি।Õ বার বার কোভিড পজেটিভ ফলই আসছে কোচ জেমি ডের। কাতার ম্যাচের ডাগআউটে যদি জেমি না থাকেন তার প্রভাব নেতিবাচক হতে পারে বলে মনে করেন বাফুফে বস। তিনটি হোম ও একটি এ্যাওয়ে ম্যাচ আছে বাংলাদেশের (বিশ্বকাপ বাছাই)। সালাউদ্দিনের প্রত্যাশা, Ôআমাদের ভাইটাল ম্যাচ হলো ভারত এবং আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ দুটি। এই ম্যাচ দুটিতে জিতি বা ড্র করি, কোন মতেই হারতে চাই না।Õ
×