ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

কর্ণফুলীতে বিরল প্রজাতির ‘তক্ষক’ উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত: ২১:০০, ২৪ নভেম্বর ২০২০

কর্ণফুলীতে বিরল প্রজাতির ‘তক্ষক’ উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশ চেক পোস্টে অভিযান চালিয়ে বিরল প্রজাতির দুইটি বন্যপ্রাণী ‘তক্ষক’ উদ্ধার করেছে। আটক করা হয়েছে- ঢাকা কেরানিগঞ্জ থানার বটতলী গ্রামের মৃত সিরাজুল হকের পুত্র হাজী মো. মনিরুল হক (৬০) নামের একজনকে। মঙ্গলবার ভোররাতে কর্ণফুলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তক্ষক দুটি উদ্ধার করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মনিরুলকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের শ্রীমাই বিট এলাকায় তক্ষক দু’টি অবমুক্ত করা হয়েছে। জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম বান্দরবান থেকে মনিরুল দুইটি তক্ষক নিয়ে ঢাকায় ফিরছিলেন। কর্ণফুলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চেক পোস্ট এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ হাতেনাতে বিরলপ্রজাতির দুইটি তক্ষক উদ্ধার করে। যার ওজন ১৫০ গ্রামের বেশি। মনিরুলের দাবি তিনি বান্দরবানে একজনের কাছ থেকে টাকা পেতেন। ওই ব্যক্তি তাকে টাকার পরিবর্তে ‘তক্ষক’ দিয়েছেন। সিএমপির সহকারি পুলিশ কমিশনার (কর্ণফুলি জোন) মো. ইয়াসিন আরাফাত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, বান্দরবান পাহাড়ি এলাকা থেকে ‘তক্ষক’ দুটি পাচারের সময় উদ্ধার করা হয়েছে। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা জানান, ‘তক্ষক’ উদ্ধারের ঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে এবং বণ্যপ্রাণীটি অবমুক্ত করার জন্য বন বিভাগকে নির্দেশ দিয়েছেন। দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, বিরল প্রজাতির বন্যপ্রাণী ‘তক্ষক’ উদ্ধারের পর ম্যাজিষ্ট্রেটের নির্দেশে গহীন পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।

শীর্ষ সংবাদ:

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮
নাগরিকের ঠিকানায় খতিয়ান-ম্যাপ পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ :প্রধানমন্ত্রী
৩১ মার্চ থেকে চালু হচ্ছে মেট্রোরেলের আরও দুই স্টেশন
বিধ্বংসী বোলিংয়ে ৭৭ রানে জয় পেল বাংলাদেশ
পদ্মা সেতু দিয়ে মোটর সাইকেল চলতে চার সপ্তাহ অপেক্ষা
বেলজিয়ামের সঙ্গে সরাসরি জাহাজ চালুর প্রস্তাব নৌপ্রতিমন্ত্রীর
ঈদ উপলক্ষে ৯ এপ্রিল বাজারে আসছে নতুন নোট
বুধবারের মধ্যে ইবির তিন অভিযুক্ত ছাত্রীদের কে জবাব দেওয়ার নির্দেশ
দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ: বিবিএস
পিরোজপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ডিবি ওসিসহ আহত ৪
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে মাত্র ‘২৪ ঘণ্টা’লাগবে: ট্রাম্প