ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা ভ্যাকসিনের জন্য চুক্তি হয়ে গেছে ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০০:৩৫, ২৪ নভেম্বর ২০২০

করোনা ভ্যাকসিনের জন্য চুক্তি হয়ে গেছে ॥ খাদ্যমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা ভ্যাকসিনের জন্য চুক্তি স্বাক্ষর হয়ে গেছে এরই মধ্যে, টাকাও দেয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু হলেও করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছেন। সেই সঙ্গে আমাদের অর্থনৈতিক চাকাও ঘুরে দাঁড়িয়েছে। তাই দ্বিতীয় ধাপে করোনাকে মোকাবেলা করতে হবে। বাংলানিউজ টোয়েন্টিফোর। যেদিন আমেরিকা, ফ্রান্সে প্রথম করোনা ভ্যাকসিন মানুষের দেহে পুশ করা হবে, সেদিন বাংলাদেশেও মানুষের দেহে ভ্যাকসিন পুশ করা হবে। এরই মধ্যে ভ্যাকসিনের জন্য চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। টাকাও দেয়া হয়েছে। তাই ভ্যাকসিন নিয়ে চিন্তার কোন কারণ নেই। ভ্যাকসিন যতদিন না পাওয়া যায়, ততদিন স্বাস্থ্যবিধি মেনে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। তাহলে দ্বিতীয় ধাপেও আমরা করোনাকে মোকাবেলা করতে পারব, বলেন মন্ত্রী। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
×