ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কোহলিকেই চ্যালেঞ্জ মানছেন ম্যাক্সওয়েল

প্রকাশিত: ২০:৫২, ২৩ নভেম্বর ২০২০

কোহলিকেই চ্যালেঞ্জ মানছেন ম্যাক্সওয়েল

স্পোর্টস রিপোর্টার ॥ সিডনিতে শুক্রবার প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে বহুল আলোচিত অস্ট্রেলিয়া-ভারত দ্বৈথ। পরাশক্তি দুই দলের প্রায় সবাই তারকা ক্রিকেটার। জাসপ্রিত বুমরাহ, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার- সুপারস্টারের সংখ্যাও কম নয়। বিরাট কোহলির স্থান যেখানে সবার ওপরে। সফরকারী অধিনায়ককেই বড় চ্যালেঞ্জ মানছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, ‘এটা বলতে দ্বিধা নেই, কোহলিকে আটকানোটাই হবে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। পেসার মিচেল স্টার্ক কিংবা স্পিনার এ্যাডাম জাম্পা, সবাইকে দায়িত্ব নিতে হবে।’ ম্যাক্সওয়েল আরও যোগ করেন, ‘কোহলি খুবই পরিশ্রমী একজন ব্যাটসম্যান। যে কোন পরিস্থিতিতে সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। আমাদের বিপক্ষে সে সব প্রস্তুতি নিয়েই মাঠে নামবে। তাকে আটকাতে আমরা জাম্পাকে কাজে লাগাতে পারি। কারণ বিরাটের বিপক্ষে ওর রেকর্ড দারুণ। তবে শুধু জাম্পা নয়, অন্য বোলারদেরও ভাল বোলিং করতে হবে।’ ক্রিকেটবিশ্ব আকর্ষণীয় এক সিরিজ দেখতে যাচ্ছে বলেই মনে করেন অসি অলরাউন্ডার, ‘ভারতের সঙ্গে সব ফরমেটেই আমাদের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস রয়েছে। তবে এবার ওয়ানডে ও টি২০ সিরিজ ঘিরে বিশেষ আগ্রহ থাকবে। কারণ করোনাকালে এই সিরিজ দিয়ে প্রথম মাঠে দর্শক (৫০ শতাংশ) ফিরতে যাচ্ছে। নিঃসন্দেহে এটি দারুণ উত্তেজনাপূর্ণ ও বিনোদনমূলক সিরিজ হতে যাচ্ছে।’ অস্ট্রেলিয়া-ভারত দ্বৈরথ ঘিরে আগ্রহ যে তুঙ্গে ইতোমধ্যে তার প্রমাণ মিলেছে। তিন ওয়ানডে ও তিন টি২০ সিরিজে মাঠে ধারণ ক্ষমতার অর্ধেক দর্শক প্রবেশ করতে পারবেন। আর গত সপ্তাহে প্রথমদিনই ছয় ম্যাচের প্রায় সব টিকেট বিক্রি হয়ে গেছে।
×