ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

করোনার প্রকোপ বাড়ায় ইরানজুড়ে কড়াকড়ি

প্রকাশিত: ২০:০৪, ২৩ নভেম্বর ২০২০

করোনার প্রকোপ বাড়ায় ইরানজুড়ে কড়াকড়ি

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় রাজধানী তেহরানসহ শতাধিক শহরে আংশিক লকডাউন, কার্ফু ও স্বাস্থ্যবিধি মেনে চলতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রবিবার জারি করা সরকারী আদেশে বলা হয়েছে, শহরের অধিবাসী নন এমন কেউ রেডজোন হিসেবে চিহ্নিত শহরগুলোতে ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবে না। নিয়ম ভাঙলেই গুনতে হবে জরিমানা। খাদ্যসামগ্রীসহ জরুরী পণ্যের দোকান ছাড়া অন্য সব শপিংমল ও বাজার বন্ধ থাকবে। খবর আলজাজিরা অনলাইনের। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারি গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
×