ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগদাদে আইএস হামলায় ৬ সেনাসহ নিহত ৯

প্রকাশিত: ১১:০৭, ২২ নভেম্বর ২০২০

বাগদাদে আইএস হামলায় ৬ সেনাসহ নিহত ৯

অনলাইন ডেস্ক ॥ ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে আইএস জঙ্গিদের পেতে রাখা বোমা ও গুলিবর্ষণে ৬ সেনাসদস্যসহ ৯ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বাগদাদ থেকে ২০০ কিলোমিটার উত্তরে রোববার নিরাপত্তা বাহিনীর একটি টহল দলের গাড়ি রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে উড়ে যায়। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগে ওঁৎ পেতে থাকা আইএস জঙ্গিরা টহল দলটির ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। খবর এএফপির। নিহতদের মধ্যে চারজন আধাসামরিক বাহিনী হাসদ আল শাবির সদস্য এবং দুজন পুলিশ সদস্যও রয়েছেন। জওইয়া শহরের মেয়র মোহাম্মদ জিদানে গণমাধ্যমকে বলেন, নিহতদের মধ্যে তিনজন বেসামরিক লোকও ছিলেন। শহরের মেয়র ও স্থানীয় পুলিশের দাবি, ওই হামলা করেছে আইএস জঙ্গিরা। এর আগে গত ৮ নভেম্বরও আইনএস জঙ্গিরা বাগদাদ এয়ারপোর্টের কাছে একটি সেনাচৌকিতে হামলা করে ১১ জনকে হত্যা করেছিল। ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে সম্প্রতি আইএস হামলা বেড়ে গেছে দেশ দুটিতে।
×