ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জননী জন্মভূমিতে তনামি

প্রকাশিত: ২১:২৭, ১৮ নভেম্বর ২০২০

জননী জন্মভূমিতে তনামি

সংস্কৃতি ডেস্ক ॥ একাত্তরের বীরাঙ্গনাদের নিয়ে উল্লেখ করার মতো তেমন কোন চলচ্চিত্র বা নির্মাণ নেই বললেই চলে। কোথাও দেখা যায়নি মুক্তিযুদ্ধের পর কেমন কেটেছে বীরাঙ্গনাদের জীবন। মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের নিয়ে ‘জননী জন্মভূমি’ শিরোনামের একটি আর্ট চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাতা নাদিয়া আফরিন। সম্প্রতি গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে প্রতিটি চরিত্রই গুরুত্ব সহকারে ফুটে উঠবে বলে জানান নির্মাতা। তেমনই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তনামি হক। ‘জননী জন্মভূমি’ প্রসঙ্গে তনামি হক বলেন, ‘ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্রে অভিনয় করলাম। এখানে আনোয়ারা ম্যাডামের ছোট বেলার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রের নাম রোকেয়া। বীরাঙ্গনাদের গল্প নিয়ে ছবিটি। শোবিজের শুরুতে ভিন্ন ধারার একটি গল্পে কাজ পেয়ে ভাল লাগছে। কাজের সংখ্যা না বাড়িয়ে এ রকম ভাল কিছু কাজ করতে চাই। আনোয়ারা ম্যাডামের সঙ্গে আর অভিনয়ের সুযোগ হবে কিনা জানি না তবে কাছ থেকে তার অভিনয় দেখে মুগ্ধ। ধন্যবাদ নির্মাতা নাদিয়া আপুকে ভাল একটি কাজে যুক্ত করার জন্য। ‘জননী জন্মভূমি’ নিয়ে আমি খুবই আশাবাদী।’
×