ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফাইনালে মুম্বাইয়ের প্রতিপক্ষ দিল্লী

প্রকাশিত: ০১:০০, ৯ নভেম্বর ২০২০

ফাইনালে মুম্বাইয়ের প্রতিপক্ষ দিল্লী

জনকণ্ঠ ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ফাইনাল নিশ্চিত করার ম্যাচে ওপেনার শিখর ধাওয়ানের দুর্দান্ত ব্যাটিং ও পেসার রাবাদার বিধ্বংসী বোলিংয়ের সুবাদে দারুণ এক জয় পেয়েছে দিল্লী ক্যাপিটালস। আবুধাবিতে রবিবার রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা ১৭ রানে হারিয়েছে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদকে। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রতিযোগিতার ফাইনালে উঠেছে দলটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। শেখ জায়েদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে স্টোইনিজ আর ধাওয়ান মিলে দারুণ সূচনা এনে দেয় দিল্লীকে। ৮.২ ওভারে দুজনের ব্যাট থেকে আসে ৮৬ রান। ২৭ বলে ৩৮ রান করেন স্টোইনিজ। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার ছিল ১টি। ৫০ বলে ৭৮ রান করেন ধাওয়ান। ৬টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। ২০ বলে ২১ রান করেন শ্রেয়াশ আয়ার। শেষ দিকে ২২ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন শিমরন হেটমায়ার। ৪টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি। রিশাভ পান্ত ছিলেন ২ রানে অপরাজিত। সানরাইজার্সের হয়ে একটি করে উইকেট নেন সন্দীপ শর্মা, জেসন হোল্ডার এবং রশিদ খান। লক্ষ্য তাড়া করতে নেমে কেন উইলিয়ামসনের লড়াকু হাফসেঞ্চুরিতে ৮ উইকেটে ১৭২ রানে থামে ডেভিড ওয়ার্নারের দল। মূলত রাবাদা একাই চার উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন হায়দরাবাদের ব্যাটিং মেরুদ-। পরে ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। সংক্ষিপ্ত স্কোর : দিল্লী ক্যাপিটালস ইনিংস : ২০ ওভারে ১৮৯/৩ (ধাওয়ান ৭৮, শিমরান ৪২*, স্টোইনিজ ৩৮ ; শর্মা ১/৩০) সানরাইজার্স হায়দরাবাদ ইনিংস : ২০ ওভারে ১৭২/৮ (উইলিয়ামসন ৬৭, সামাদ ৩৩; রাবাদা ৪/২৯ ) ফল : ১৭ রানে জয়ী দিল্লী।
×