ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস সংকট কাটিয়ে উঠতে আরও এক বছর লাগবে ॥ ফাউচি

প্রকাশিত: ১০:৩৯, ৩০ অক্টোবর ২০২০

করোনা ভাইরাস সংকট কাটিয়ে উঠতে আরও এক বছর লাগবে ॥ ফাউচি

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে আশা করা যাচ্ছে, করোনা ভাইরাসের ভ্যাকসিন আর কয়েক মাসের মধ্যেই বাজারে চলে আসবে। হতে পারে নতুন ইংরেজি বছরে পা দেওয়ার আগেই প্রাণঘাতী ভাইরাসের ভ্যাকসিন পাবে বিশ্ব। প্রথম পর্যায়ে কাদের ভ্যাকসিন দেওয়া হবে, সেই প্রস্তুতিও শুরু হয়ে গেছে। কিন্তু, ভ্যাকসিন এলেই যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, গোটা বিশ্ব আবার আগের অবস্থায় ফিরে যাবে, ব্যাপারটা এত সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচির কথায়, 'কোভিড-১৯ ভ্যাকসিন কয়েক মাসের মধ্যে চলে আসবে ঠিকই। কিন্তু, জীবন স্বাভাবিক ছন্দে ফিরতে আগামী বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।' মার্কিন সংক্রামক বিশেষজ্ঞ বলেন, ২০২১ সালের দ্বিতীয় বা তৃতীয় কোয়ার্টারের মধ্যে যদি যথেষ্ট পরিমাণ জনগণকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়, সে ক্ষেত্রে আগামী বছরের শেষ দিকে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারি। বৃহস্পতিবার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় প্যানেল আলোচনায় এ কথা জানান অ্যান্থনি ফাউচি।
×