ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

করোনায় মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশিত: ০০:২৫, ২৯ অক্টোবর ২০২০

করোনায় মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৮ অক্টোবর ॥ চারদিন করোনার সঙ্গে যুদ্ধ করে পরাস্ত হলেন ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান ওরফে বাচ্চু (৫৭)। মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত শনিবার জ্বর কাশিসহ করোনা সংক্রান্ত বিভিন্ন উপসর্গ দেখা দিলে মনিরুজ্জামানকে ফরিদপুর ডায়াবেটিক সমিতি পরিচালিত ফরিদপুর ডায়াবেটিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা শনাক্তকরণ ল্যাবে পরীক্ষা করে মনিরুজ্জামানের করোনা শনাক্ত হয়। ওইদিন রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থনান্তরিত করা হয়। করোনার পাশাপাশি তিনি ডায়াবেটিক ও নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিলেন। মনিরুজ্জামান মধুখালী পৌরসভার গন্ধারদিয়া মহল্লার বাসিন্দা। তিনি বিবাহিত এবং দুই ছেলে ও দুই মেয়ের বাবা। গত ২০১৯ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে উপজেরা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বুধবার বিকেলে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ স্বাস্থ্যবিধি মেনে মধুখালীর পৌর কবরস্থানে দাফন করা হয়।
×