ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরানের সম্পর্কে আবার বিলাসী চিন্তা উগড়ে দিলেন ট্রাম্প

প্রকাশিত: ১১:৩২, ২৩ অক্টোবর ২০২০

ইরানের সম্পর্কে আবার বিলাসী চিন্তা উগড়ে দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনি প্রচারণায় আবারো ইরানের বিরুদ্ধে কল্পনাবিলাসী মন্তব্য করেছেন। তিনি স্থানীয় সময় বুধবার নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের গ্যাস্টোনিয়া শহরে নিজ সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে দাবি করেন, আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়লাভ করলে তার কাছে ইরান থেকে প্রথম বিদেশি টেলিফোন কল যাবে। এর আগে সম্প্রতি নেভাডা অঙ্গরাজ্যের এক নির্বাচনি জনসভায় ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের ইরান নীতির সমালোচনা করে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। ট্রাম্প বলেছিলেন, তিনি এতদিন ধরে ইরানের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করে এসেছেন তাতে তেহরান সাড়া না দিলেও আসন্ন নির্বাচনে জিতলে তেহরানই আগ বাড়িয়ে তার সঙ্গে আলোচনায় বসতে চাইবে। ২০১৮ সালের মে মাসে মার্কিন সরকার ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে এ পর্যন্ত ট্রাম্প ও তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বহুবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু ইরান স্পষ্টভাবে মার্কিন সরকারকে জানিয়ে দিয়েছে, দেশটি যতদিন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে এসে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে ততদিন ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান।
×