ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশীসহ ১৫ শিক্ষার্থী গ্রেফতার

প্রকাশিত: ০০:৪১, ২৩ অক্টোবর ২০২০

যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশীসহ ১৫ শিক্ষার্থী গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ শিক্ষার্থী ভিসার শর্ত ভেঙ্গে অন্যত্র কর্মরত থাকায় এক বাংলাদেশীসহ ১৫ বিদেশী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। এদের মধ্যে ১১ ভারতীয়, দুজন লিবিয়ান। বাকি দুজনের বাড়ি সেনেগাল ও বাংলাদেশে। খবর ওয়েবের। বুধবার অপারেশন অপটিক্যাল ইল্যুশনের আওতায় তাদের গ্রেফতার করা হয়। স্টুডেন্ট ওয়ার্ক ভিসা দিয়ে প্রতারণা করে যুক্তরাষ্ট্রে বসবাসের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। নিয়ম মানছেন না এমন আরও এক হাজার ১০০ বিদেশী শিক্ষার্থীকে শনাক্ত করেছে বলে জানিয়েছে আইস। আইস পরিচালক টনি ফ্যাম এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, অ-অভিবাসী ে যে কোন শিক্ষার্থী যদি শর্ত না মানে বা নিয়ম লঙ্ঘন করে তাদের গ্রেফতার করা হবে। এমনকি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে।
×